Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ দাবানলে গ্রিসে নিহত ৬০

আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

গ্রিসের ভয়াবহ দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে কয়েকশ মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় শত শত অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর কাছে হেলিকপ্টার ও অতিরিক্ত দমকলকর্মী চেয়েছে গ্রিসের সরকার। অনুরোধে সাড়া দিয়ে ইতালি, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্স এরই মধ্যে অতিরিক্ত বিমান, যানবাহন ও দমকলকর্মী পাঠিয়েছে। তাপমাত্রার পারদ চড়তে থাকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দমকলকর্মীদের দাবানল নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হবে বলেই ধারণা করা হচ্ছে। এর আগে সোমবার আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এথেন্সের কাছাকাছি উপকূলীয় এলাকার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। একইদিন হলিডে ক্যাম্পগুলো থেকে কয়েকশ শিশুকেও সরিয়ে নেওয়া হয়। খবরে বলা হয়েছে, দাবানলটি লোকালয়ে ছড়িয়ে পড়ায় কয়েক হাজার মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী এথেন্সের বাইরে বনাঞ্চলে লাগা আগুন দেখে একটি নৌকায় করে পালিয়ে যাওয়া ১০ পর্যটককে খোঁজা ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সোমবার সকালে আগুন অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ায় এথেন্সের কাছের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হয়। এছাড়া হলিডে ক্যাম্প থেকে শত শত শিশুকেও সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার দাবানলের আগুন এথেন্সের ব্যস্ততম সড়কের কাছে চলে এসেছে। রাজধানীর সব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এথেন্সের আকাশ জুড়ে বিশাল ধোঁয়া ছড়িয়ে পড়েছে। উদ্ধার কর্মীরা বাতাসের বেগ কমার আশায় আছেন। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার অবস্থা আরও প্রতিকূলে চলে যেতে পারে। ইতোমধ্যে সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এদিকে উদ্ধার তৎপরতা আগুন নিয়ন্ত্রণ কাজ সমন্বয় করার জন্য গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্স টিসিপরাস বসনিয়ায় তার সরকারি সফর বাতিল করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে মানুষের পক্ষে যা কিছু করা সম্ভব আমরা তা করবো। তবে এই আগুন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। মঙ্গলবার সকালে সরকারের মুখপাত্র দিমিত্রিস টিজানাকোপোওলস জানিয়েছেন, এই দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জন হয়েছে। বেশিরভাগ ভুক্তভোগীই রাজধানী এথেন্সের ৪০ কিলোমিটার উত্তর-পূর্বদিকের ‘মাটি’ অবকাশযাপন কেন্দ্রে আটকে পড়েছিল। নিহতের বেশিরভাগই নিজেদের বাড়ি বা গাড়ির মধ্যে ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ১০৪ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা বেশ গুরুতর। খবরে বলা হয়েছে, গ্রিস সরকারের পক্ষ থেকে অন্যান্য ইউরোপীয় দেশের কাছে হেলিকপ্টার ও অন্যান্য অগ্নিনির্বাপন সহায়তা চাওয়া হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবানল নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ