পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুষ্টিয়ার আদালতে একটি মানহানির মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে আসার সময় আদালত চত্বরে দৈনিক আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। এক বিবৃতিত্বে নেতৃদ্বয় বলেন, আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় পুলিশের উপস্থিতিতে তাঁকে আদালত চত্ত¡রে রক্তাক্ত করার ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নেতৃদ্বয় বলেন, রাষ্ট্রের একজন সাধারণ মানুষেরও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আদালত মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করে তাকে নিরাপত্তার সাথে ঢাকায় পৌছে দেয়ারও আদেশ দেন। কিন্তু তাকে নিরাপত্তা না দিয়ে তাঁর ওপর বর্বর হামলা করে আদালতকে অপমানিত করা হয়েছে। নেতৃদ্বয় হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।