Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউ ভিসি’র সাথে ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সভা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়ার সাথে ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ক্যামব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির হিউম্যান পপুলেশন বায়োলজি এন্ড হেলথ বিষয়ক প্রফেসর নিক মাসসি টেইলর, ক্যাপাবল রিসার্চ কো-অর্ডিনেটর সোফিই ওস্টেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. মোঃ শারফ ুদ্দিন আহমেদ, ডা. সাহানা আখতার রহমান, রেজিস্ট্রার ডা. এ বি এম আব্দুল হান্নান, বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মোঃ খালেকুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক কার্যক্রম ছাড়াও বাংলাদেশে পরিবেশ দূষণ ও অসংক্রামক রোগ বিষয়ক গবেষণা কার্যক্রম এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চ চিকিৎসা শিক্ষা, চিকিৎসা ও গবেষণার বিষয়ে পারস্পরিক সহযোগিতামূলক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। চলতি বছরের আগস্ট মাসে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ এই সভায় জানানো হয়, পরিবেশ দূষণের মধ্যে রয়েছে বায়ু ও পানি দূষণ এবং অসংক্রামক রোগের মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনীর সমস্যা ও শিশুদের ক্যান্সারসহ ক্যান্সারজনিত রোগ ইত্যাদি। যুক্তরাজ্যের মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের অর্থায়নে যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি, বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে বাংলাদেশে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ