Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউতে ৬ অনুষদে নতুন ডীন ও প্রক্টর নিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ৬:২৫ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬টি অনুষদে নতুন ডীন ও বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নিয়োগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি ও গতিশীল করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা, সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সামগ্রিক কর্মকান্ডের মানউন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত ভিসি প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ সম্প্রতি এসকল নিয়োগ প্রদান করেন। মেডিসিন অনুষদে হেমাটোলজি বিভাগের শিক্ষক প্রফেসর ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদে জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগের শিক্ষক প্রফেসর ডা. আলী আসগর মোড়ল, শিশু অনুষদে শিশু নিউরোলজি বিভাগের শিক্ষক প্রফেসর ডা. শাহীন আকতার, নার্সিং অনুষদে নিউরোসার্জারি বিভাগের শিক্ষক প্রফেসর ডা. মোহাম্মদ হোসেন এবং মেডিক্যাল টেকনোলজি অনুষদে এ্যানেসথেসিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের শিক্ষক প্রফেসর ডা. দেবব্রত বনিক ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইউরোলজি বিভাগের শিক্ষক প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান (দুলাল)। পরিচালক (পরিদর্শন) পদে নিয়োগ পেয়েছেন জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক প্রফেসর ডা. এ এইচ এম তৌহিদুল আলম। হল প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের শিক্ষক প্রফেসর ডা. এসএম মোস্তফা জামান। অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. স্বপন কুমার তপাদার ও অতিরিক্ত রেজিস্ট্রার-২ হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার শিক্ষা মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক। উপ-রেজিস্ট্রার শিক্ষা হিসেবে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রসুল আমিন। ভিসি’র পিএস-১ পদে নিয়োগ পেয়েছেন জেনারেল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রাসেল ও পিএস-২ পদে নিয়োগ পেয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী। পিএস টু প্রো-ভিসি (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার মহম্মদ উল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ