Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে টপকালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিও জিতে অনন্য এক রেকর্ড গড়লো পাকিস্তান। আর তা হলো পাঁচ ম্যাচের সিরিজে সবচেয়ে বেশী হোয়াইটওয়াশ করার রেকর্ড। এ রেকর্ড আগে ছিল ভারতের দখলে।
সিরিজের প্রথম চার ম্যাচের মতো শেষটিতেও জিম্বাবুয়েকে ¯্রফে উড়িয়ে দিল পাকিস্তান। গতপরশু রাতে বুলাওয়েতে ১৩১ রানের বড় জয় দিয়েই ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের রেকর্ড গড়লো সরফরাজ আহমেদের পাকিস্তান। এর সঙ্গেই তারা জায়গা করে নিল বিশ্বরেকর্ডের পাতায়। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ জয় ছিল পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানের সপ্তম হোয়াইটওয়াশের ঘটনা। এই রেকর্ডে চিরপ্রতিদ্বন্ধি ভারতকে ছাড়িয়ে সবার উপরে উঠে গেছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজে আনপ্রেডিক্টেবলরা সবচেয়ে বেশি হোয়াইটওয়াশ করেছে এই জিম্বাবুয়েকেই। ২০০২, ২০০৮ এবং সর্বশেষ এ বছর এসে জিম্বাবুইয়ানদের লজ্জায় ডোবাল পাকিস্তান। দুইবার করে সিরিজ হোয়াইওয়াশের রেকর্ড আছে বাংলাদেশেরও। ২০০৩ এবং ২০০৮ সালে পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এছাড়া ২০০৩ সালে নিউজিল্যান্ডকে এবং ২০১৭ সালে শ্রীলঙ্কাকে এই লজ্জা দিয়েছে পাকিস্তান।
ভারতের এমন রেকর্ড আছে ছয় সিরিজে। দক্ষিণ আফ্রিকার আছে পাঁচ সিরিজে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা প্রতিপক্ষকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে চারবার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ