Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংখ্যায় সংখ্যায় প্রথম ওয়ানডে

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ পেলে আরাধ্য এক জয়। নিজেদের ফিরে পাওয়ার জ্বালানি। গায়ানার এই ম্যাচটি বাংলাদেশের পক্ষে রেকর্ড বইয়ে বেশ কিছু পরিবর্তন এনেছে। কয়েকটি সংখ্যায় সেগুলো পাঠকের সামনে তুলে ধরা হলো...
২৭৯ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগের সর্বোচ্চ সংগ্রহটি ১১ বছর আগের। ২০০৭ বিশ্বকাপের আগে কানাডার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ তুলেছিল ২৭৮।
২ ২৭৯ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০১২ সালে খুলনায় বাংলাদেশের ৬ উইকেটে ২৯২ রানই এখনো পর্যন্ত ক্যারিবীয়দের বিপক্ষে সর্বোচ্চ।
২০৭ দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি এটি। সাকিব আল হাসান ও তামিম ইকবাল এই জুটি গড়ে পেছনে ফেলেছেন ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকের ১৬০ রানের জুটিটি।
২ ২০৭ যেকোনো উইকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটিটি এসেছিল এক বছর আগে ওয়েলসের কার্ডিফে। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ পঞ্চম উইকেট জুটিতে তুলেছিলেন ২২৪ রান।
১৬০ তামিম ইকবাল কাল ১৬০ বল খেলেছেন। এটি বল খেলার হিসেবে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় দীর্ঘতম ইনিংস। এর আগে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়পুরে ১৬১ বল খেলেছিলেন শাহরিয়ার নাফীস।
১৪৬ ১৪৬ বল খেলে কাল সেঞ্চুরি ছুঁয়েছেন তামিম ইকবাল। এটি বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি বল খেলে করা সেঞ্চুরি। এই জায়গায় অবশ্য শাহরিয়ার নাফীস এগিয়ে আছেন তামিমের চেয়ে। তিনি ২০০৬ সালের সেই ম্যাচে ১৪৩ বল খেলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম ওয়ানড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ