বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর মধ্যম হালিশহরে স্বাধীনতা দিবসে যুবলীগকর্মী মহিউদ্দিন মহিদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা হাজী ইকবালসহ ২০ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ। গতকাল সোমবার অভিযোগপত্রটি গ্রহণ করেন মহানগর হাকিম শফিউদ্দিনের আদালত। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী দৈনিক ইনকিলাবকে বলেন, আদালত চার্জশিট গ্রহণ করে পরবর্তী সিদ্ধান্তের জন্য দিন ধার্য করেছেন। তিনি বলেন, হত্যার কারণ হিসেবে স্থানীয় দুই গ্রæপের মধ্যে আধিপত্য বিস্তারের জের হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০ আসামির মধ্যে ৯ জন কারাগারে একজন জামিনে এবং হাজি ইকবালসহ বাকি ১০ জন পলাতক বলে জানান তিনি।
বন্দর থানার ওসি মইনুল ইসলাম বলেন, মামলায় করা অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।