Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডাচ-বাংলা ব্যাংক। বৃষ্টিতে স্বস্তি বিদ্যুতে ভোগান্তি

সান্তাহার (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

কয়েকদিনের টানা রোদ ও ভ্যাবসা গরমে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়া সান্তাহার শহরে নেমেছে এক পশলা স্বস্তির বৃষ্টি। গত রোববার বেলা ১২টার দিকে এক পশলা স্বস্তির ঝমঝম বৃষ্টিতে ক্ষণিকের জন্য শীতল বাতাসে জনজীবনে বইয়ে স্বস্তি। থেমে থেমে প্রায় ঘণ্টাখানেকের এই বৃষ্টি যেন এসেছে শহরসহ আশপাশ এলাকা বাসীর জন্য আশীর্বাদ হয়ে। শহরের রিকশা, ভ্যান চালক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। প্রায় প্রতিদিনই স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি খরতাপে পুড়েছে সান্তাহার-আদমদীঘি বাসীসহ আশপাশের এলাকা। প্রকৃতির এমন আচরণ মানুষের শান্তি কেড়ে নিয়েছিল। কাজেকর্মে বাইরে বের হওয়া মানুষদের তীব্র গরমে হাঁসফাঁস করতে হয়েছে। রোদে খরতাপ ও বাতাসে আর্দ্রতা না থাকায় দেহ থেকে ঘাম ঝরছে ছোট বড় সকলের। কয়েকদিন ধরেই তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অথবা তারচেয়েও বেশি। দুপুরের পর আকাশ ছিল নির্বিকার। গত ৪/৫দিন ধরে প্রচন্ড গরমের ভোগান্তি শেষে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা বাতাসের আর্দ্রতার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক পশলা বৃষ্টির কারনে মানুষের হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কল্যাণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শহর ও প্রত্যন্ত এলাকাবাসী।
তবে বৃষ্টিতে স্বস্তি পেলেও কয়েক দিনের বিদ্যুতের ভেলকি বাজিতে চরম ভেগান্তি পোহাতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ