Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন সিনেমায় পূর্ণিমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

মরহুম নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী ফিল্মস থেকে নতুন সিনেমা নির্মিত হতে যাচ্ছে। মান্নার মৃত্যুর দশ বছর পর তার স্ত্রী শেলী মান্না এই প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনাধীন সিনেমাটির নাম জ্যাম। এতে নায়িকা হিসেবে অভিনয় করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। খবরটি নিশ্চিত নঈম ইমতিয়াজ নেয়ামূল। নেয়ামুল জানান, গত বৃহ¯পতিবার রাতে পূর্ণিমার সঙ্গে চুক্তি হয়ে গেছে। সিনেমাটিতে পূর্ণিমাকে দেশের জনপ্রিয় একজন নৃত্যশিল্পীর ভ‚মিকায় অভিনয় করতে দেখা যাবে। আপাতত এর বাইরে আর কিছুই প্রকাশ করতে চাই না। মরহুম সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর গল্প থেকে ছবির চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন পান্থ শাহরিয়ার। আজ ঢাকা ক্লাবে সিনেমাটির নির্মাণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা রয়েছে। সেখানে সিনেমাটি স¤পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। উল্লেখ্য, কৃতাঞ্জলি ফিল্মস থেকে প্রতিষ্ঠান থেকে আটটি সিনেমা তৈরি হয়েছে। প্রথম সিনেমা ছিল লুটতরাজ। সর্বশেষ নির্মিত হয় পিতা-মাতার আমানত। মান্না মারা যাওয়ার পর এই প্রতিষ্ঠান থেকে আর কোনো সিনেমা তৈরি হয়নি। তবে স¤প্রতি পরিচালক মালেক আফসারী পরিচালিত অন্তর জ্বালা সিনেমাটির পরিবেশনার কাজ করেছে কৃতাঞ্জলি। নতুন সিনেমা জ্যাম-এর শূটিং শুরু হবে আগামী অক্টোবরে। সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে নায়ক হিসেবে কে অভিনয় করছেন, এ ব্যাপারে আপাতত কিছুই বলতে চাননি পরিচালক। নেয়ামূল জানান, একজন জনপ্রিয় নায়কের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনো যেহেতু চুক্তি স্বাক্ষর হয়নি, তাই তার ব্যাপারে কিছু বলতে চাই না। আগস্টের মাঝামাঝি সময়ে এই নায়কের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মান্না


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ