Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন কেলেঙ্কারির অডিও প্রসঙ্গে ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর স¤প্রতি ফাঁস হওয়া অডিও টেপকে কেন্দ্র করে যৌন কেলেঙ্কারির ঘটনা অস্বীকার করে বলেছেন, আমি খারাপ কিছু করিনি। চলতি বছরের এপ্রিলে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের কার্যালয়ে তল্লাশি চালিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি গোপন অডিও টেপ হস্তগত করার সূত্র ধরে এ মন্তব্য করেন ট্রাম্প। রয়টার্স জানায়, গতকাল শনিবার ফাঁস হওয়া ওই অডিও টেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখা এক টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ‘ভাবাই যায় না যে প্রশাসন কোনো আইনজীবীর কার্যালয় ভেঙে তল্লাশি চালাতে পারে, কখনো এমন শুনিনি।’ আরো যোগ করে ট্রাম্প লেখেন, ‘এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে, কী করে কোনো আইনজীবী তাঁর মক্কেলের কথা গোপনে রেকর্ড করতে পারেন! এটি অবৈধ।’ এর পর মার্কিন জনগণের উদ্দেশে ট্রাম্প লেখেন, ‘তবে আনন্দের সংবাদ হচ্ছে যে আপনাদের প্রিয় প্রেসিডেন্ট খারাপ কিছু করেননি।’ ব্যাঙ্ক ও ট্যাক্স জালিয়াতি এবং ২০১৬ সালের মার্কিন নির্বাচনে নির্বাচনী আইনভঙ্গের অভিযোগে ট্রাম্পের সাবেক ওই আইনজীবীর অফিসে গোপন তল্লাশির সময় অডিও টেপটি পায় এফবিআই। জানা যায়, নির্বাচনের দুই মাস আগে সেপ্টেম্বরে রেকর্ড করা ওই অডিও টেপে ‘প্লেবয় ম্যাগাজিন’-এর সাবেক মডেল ক্যারেন ম্যাকডোগালের একটি সাক্ষাৎকারের স্বত্ব কিনে নেওয়ার ব্যাপারে আলাপ করছিলেন ট্রাম্প ও তাঁর সাবেক আইনজীবী কোহেন। ক্যারেনের দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে এক বছর দীর্ঘস্থায়ী একটি প্রেমের সম্পর্ক ছিল তাঁর। সেই সম্পর্কের বিস্তারিত নিয়ে মার্কিন ম্যাগাজিন ‘ন্যাশনাল ইনকোয়্যারার’কে দেওয়া এক সাক্ষাৎকারের স্বত্ব কিনে নেওয়া এবং তা ট্রাম্পের জন্য ক্ষতিকর হতে পারে বিধায় প্রকাশিত হতে না দেওয়া নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘নিউ ইয়র্কার ম্যাগাজিন’ এক প্রতিবেদনে জানায়, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্ক থাকার সময়ই ক্যারেনের সঙ্গেও সম্পর্ক ছিল ট্রাম্পের। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ