Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ মুহূর্তের প্রচারণা পাকিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

পাকিস্তানে জমে উঠেছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। আগামী ২৫ জুলাইয়ের নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পক্ষপাতিত্ব ও সেনাবাহিনীর হস্তক্ষেপের অভিযোগ উঠলেও সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে বলে দাবি তত্ত¡াবধায়ক সরকারের। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজের মুসলিম লিগ ও ভুট্টো পরিবারের পিপলস পার্টি থেকে বেরিয়ে এবার নতুন নেতৃত্ব আসতে পারে। ক্রমবর্ধমান জঙ্গি-সন্ত্রাসবাদ এবং একাধিকবার সেনা শাসনের কবলে পড়া পাকিস্তানের জন্য এবারের নির্বাচনকে বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পালাবদলের হাওয়া লাগলে সার্বিক উন্নতি আসবে বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জেলে যাওয়া, ইমরান খানের সেনা সমর্থন পাওয়ার গুঞ্জন, ভাবিয়ে তুলেছে বিশ্লেষকদের। নির্বাচনে প্রধান দলগুলো মধ্যে রয়েছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ- পি.এল.এম.-এন। দলটির নেতৃত্বে রয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। ক্রিকেটার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ইমরান খানের নেতৃত্বে থাকা দল পাকিস্তান তাহরিক-ই-ইনসাফ-পি.টি.আই.। তাদের মূল শক্তি পাঞ্জাব প্রদেশ। এছাড়াও রয়েছে জুলফিকার আলি ভুট্টোর প্রতিষ্ঠিত দল পাকিস্তান পিপলস পার্টি-পি.পি.পি। দলটির নেতৃত্বে আছেন বিলাওয়াল ভুট্টো জারদারি ও তার বাবা আসিফ আলি জারদারি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ