নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা: সর্বশেষ শিরোপা ২০০৮-৯ মওশুমে, তাও আবার সেই শিরোপা ৮ বছর পর! এক সময়ে চিরপ্রতিদ্ব›দ্বী আবাহনীর সঙ্গে টেক্কা দেয়া মোহামেডান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে জায়ান্ট দলের স্টিকার খুলে ফেলেছে এখন। ৭ বছর পর শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জটা এবার ভালই নিতে চাইছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। আইকন ক্যাটাগরিতে মুশফিকুর,‘এ’ প্লাস গ্রেডে মুস্তাফিজুর ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে এবার দলটি পেয়েছে পুরোনো ক্রিকেটার নাইম ইসলাম ও আরিফুল ইসলামকে। সৈকত আলী, ইজাজ আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলন, শুভাশীষ রায়, হাবিবুর রহমান জনি, নাজমুল হোসেন ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত শাহাদত রাজিব, নাজিমুদ্দিন, ফয়সাল ডিকেন্সদের নিয়ে শুরু করেছে অনুশীলন। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সর্বশেষ ক’আসরে একক নৈপূণ্যে ভাস্বর মুশফিকুরকে ঘিরেই আবর্তিত হচ্ছে মোহামেডানের স্বপ্ন। দলটির অন্তবর্তীকালীন কোচ সোহেল ইসলামÑ ‘মুশফিক বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যানদের একজন। স্বাভাবিকভাবে তাকে দলে পেয়ে আমরা আনন্দিত ও (মুশফিক) যেখানে ব্যাটিং করে, সেখান থেকে ও যদি লম্বা সময় খেলতে পারে, সেটা আমাদের দলের জন্য খুব ভালো হবে।›
মুশফিকুরকে পেয়ে তার হাতে অধিনায়কের দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত মোহামেডানের। সর্বশেষ মওশুমে প্রাইম দোলেশ্বরকে রানার্স আপ করার এই নায়কের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে মোহামেডান, সেটাই জানিয়েছেন সোহেলÑ‘মুশফিকের যে ধরনের অনুশীলন সুবিধা দরকার, তার সবই মোহামেডান দিচ্ছে। আর আমরা আপাতত একাডেমিতেই অনুশীলন করবো। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। মুশফিক যেভাবে অনুশীলন চায়, সেভাবেই দেওয়া হচ্ছে।›
প্লেয়ার্স ড্রাফটে যে দলটি হাতে পেয়েছেন, সেই দলটিকে নিয়েই দারুন কিছুর স্বপ্ন দেখছেন মোহামেডান কোচÑ ‘কেউ বলতে পারবে না তাদের দলটি ভারসাম্যপূর্ন হয়েছে। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল হয়েছে। স্বাভাবিকভাবেই মনমতো দল করা সম্ভব হয়নি। তারপরও স্পিন এবং ব্যাটিং বিভাগটা আমাদের বেশ ভালো। এখন আমাদের পেস বিভাগটাও একটু ভালো করতে হবে। আশা করি লিগে আমরা ভালো কিছুই করতে পারবো। আপাততঃ আমাদের টার্গেট একটা ভাল অবস্থানে থেকে সুপার লীগে ওঠা। ‘দলের ঘাটতি কাটিয়ে নিতে একজন টপ অর্ডার ব্যাটসম্যান কাম বোলারের প্রয়োজনটা মেটাতে চান তিনি উঁচুমানের বিদেশী ক্রিকেটারকে দিয়েÑ‘টপ অর্ডারে আমরা একজন ভালো ব্যাটসম্যান খুঁজছি। যে বোলিংটাও করে দিতে পারবে। দুই চারজনের সঙ্গে আমাদের কথা চলছে। আমরা আসলে একজন ব্যাটিং অলরাউন্ডার খুঁজছি।’
এদিকে নুতন পরিচয় ব্যাটিং কোচ হিসেবে ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আফতাবের আবির্ভূত হওয়াকে স্বাগত জানিয়েছেন তার সম সাময়িক ক্রিকেটার নাজিমুদ্দিন,এনামুল জুনিয়ররা। ২০০৫ সালে হোমে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের নায়ক আফতাব বগুড়ায় শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম জয়ের ও নায়ক! কার্ডিফে অস্ট্রেলিয়ার পেস বোলার গিলেস্পির উপর আক্রমণ চালিয়ে দ্য ফিনিশার চরিত্রে আত্মপ্রকাশ করা আফতাব মোহামেডানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়ে সে দায়িত্বটা সূচারুরুপে পালন করতে চান। লক্ষ্য এখন একটাই কোচিংকে পুরোপুরি পেশা হিসেবে নেয়াÑ ‘কোচিং ক্যারিয়ারে যতোটা উপরের দিকে ওঠা যায়, সেটাই লক্ষ্য থাকবে আমার। বিসিবি’র কোচ হতে চাই।’
মোহামেডানের ব্যাটিং কোচ হিসেবে আত্মপ্রকাশের মওশুমে কোচিং দর্শনও স্থির করেছেন আফতাবÑ‘মুশফিকুরকে নুতন করে শেখানোর কিছুই নেই। দলটিকে মোটিভেট করাই আমার লক্ষ্য।’ এক সঙ্গে খেলেছেন আফতাবের সঙ্গে, সেই নাজিমুদ্দিন আফতাবের এই নুতন পরিচয়ে বিস্ময়ের কিছুই দেখছেন না। এক সময়ে জাতীয় দলের টীমমেট এনামুল জুনিয়রও আফতাবকে বরণ করে নিয়েছেন। গতকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে এসে হাই হ্যালো হয়েছে এক সময়ের টীমমেট খালেদ মেহমুদ সুজন, তাপস বৈশ্যের সঙ্গে।
এদিকে জাতীয় দলের বাইরে ২ বছর কাটানো নাইম ইসলাম জাতীয় দলে ফিরতে উদগ্রীব। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক নাইম ইসলাম আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগকে ফেরার মঞ্চ হিসেবে নিয়েছেন সিরিয়াসলিÑ‘কোনো খেলোয়াড়ই জাতীয় দলের বাইরে থাকতে চায় না। আমিও চাই না। কিন্তু আমি চাইলেই তো জাতীয় দলে ফিরতে পারবো না। আমার কাজ কেবল পারফর্ম করে যাওয়া। আমি এটাই করতে পারি। এ জন্য ঘরোয়া ক্রিকেটে আমাকে ভালো খেলতে হবে।’
ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ৬ বলে ৬ ছক্কায় ছক্কা নাইম খেতাব পাওয়া নাইম ইসলাম এখন চান উপরের দিকে ব্যাটিং করতেÑ‘আগে আমি যেখানে ব্যাটিং করতাম, সাত বা আট নম্বরে। তখন মারার প্রয়োজন পড়তো। কিন্তু এখন তো চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করি। এখনও যদি আমি ওইভাবে ব্যাটিং করি, তবে সবাই বোকা বলবে। আমি ওই ব্যাটিংটা মিস করি না। আমি চাই উপরে ব্যাটিং করতে। এখন সেটা করছি। এটাই আমার ভালো লাগে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।