Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সভাপতি পদে নরসিংদীর এমপি কামরুল

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন চমক দেখা দিচ্ছে। গতকাল শুরু হয়েছে বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র বণ্টন। এদিন সকাল ১১টায় মনোনয়নপত্র বিক্রি শুরু হলে সবাইকে চমকে দিয়ে সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন নরসিংদী-২ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান। তিনি বাফুফের ভোটার এবং নরসিংদী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। নির্বাচনে কামরুল আশরাফ খান বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে সভাপতি পদে লড়বেন। তিনি ‘বাঁচাও ফুটবল’ আন্দোলনের ব্যানারে নির্বাচন করবেন বলে জানান। এছাড়া এদিন সভাপতি পদে মনোনয়নপত্র কিনে বড় চমক দেন টঙ্গী ক্রীড়া চক্রের সভাপতি নুরুল ইসলাম নুরু। অন্যদিকে সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সাবেক সদস্য গোলাম রব্বানী হেলালও সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেন। জানা গেছে, তিনি আজ মনোনয়নপত্র কিনবেন। তবে বাফুফে নির্বাচনকে সামনে রেখে বছরজুড়ে যারা আলোচনায় আছেন তাদেরকে পেছনে ফেলে কামরুল ও নুরু মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন তা সংগ্রহ করে সবাইকে চমকে দেন। নির্বাচনে সভাপতি পদে সালাউদ্দিনের প্রতিদ্ব›দ্বী কে হবেন? এতোদিন পর্যন্ত তা নিয়ে ছিলো ধোঁয়াশা। এই পদে দেশের একাধিক শিল্পপতির নাম শোনা গিয়েছিল। যাদের মধ্যে ছিলো অঞ্জন চৌধুরী পিন্টু ও আব্দুল মাতলুব আহমেদের নামও। কিন্তু শেষ পর্যন্ত এদের মধ্যে কেউই মনোনয়নপত্র কিনতে আসেননি। কিনেছেন দু’জন অখ্যাত ফুটবল সংগঠক। বাফুফের গত নির্বাচনে যে কোন পদের জন্য মনোনয়নপত্রের মূল্য ছিল ৫ হাজার টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে সভাপতি পদের জন্য ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ ও সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা। মূলত সভাপতি পদে যেন অখ্যাত কেউ মনোনয়নপত্র কিনতে না পারেন সে জন্যই এ ব্যবস্থা। কিন্তু তাতেও লাভ হলো না। মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই আলোচনায় আসলেন কামরুল ও নুরু। জাতীয় ক্রীড়াঙ্গনে প্রায় অপরিচিত এই দু’জন বাফুফে সভাপতি পদে মনোনয়নপত্র কিনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। যার সমালোচনা করেছেন গোলাম রব্বানী হেলাল। এদিন সহ-সভাপতি পদে মনোনয়নপত্র কিনেন বর্তমান সহ-সভাপতি তাবিথ আউয়াল। আর সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মণি, ফুটবল সংগঠক হাজী সাব্বির হোসেন, হাজী টিপু সুলতান ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কোচ মহিদুর রহমান মেরাজ।
কাল বিকাল ৪টা পর্যন্ত ৭টি মনোনয়নপত্র বিক্রি হয়। আজও মনোনয়নপত্র বণ্টন করা হবে। আগামীকাল তা জমা নেয়া হবে। মনোনয়নপত্রের ওপর আপত্তি গ্রহণ করা হবে ১৯ এপ্রিল। একইদিন মনোনয়নপত্র যাচাই বাছাইও করা হবে। ১৮ থেকে ২০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ এপ্রিল বাফুফের নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে। ৩০ এপ্রিল রেডিসন বøু হোটেলে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত বাফুফের নির্বাচন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভাপতি পদে নরসিংদীর এমপি কামরুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ