Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হামলাকারী ছাত্রলীগের বিচার দাবিতে ঢাবিতে গণপদযাত্রা বিকালে

ঢাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১১:১৩ এএম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে রোববার বিকালে গণপদযাত্রা করবেন শিক্ষার্থীরা।
আজ বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এ কর্মসূচি শুরু হবে।

কর্মসূচি থেকে দ্রুত কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশ, ছাত্রলীগের হামলায় আহতদের সুচিকিৎসা এবং হামলাকারীদের বিচারের দাবি জানানো হবে।

আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপ, পেজ এবং তাদের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আজকের কর্মসূচি সামনে রেখে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ফেসবুক গ্রুপে ব্যাপক প্রচার চলছে।

শনিবার সেখানে ‘কোটা সংস্কার চাই’ ফেসবুক পেজ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে লেখা হয়েছে- সমাবেশে অংশগ্রহণের জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন। রোববার দিনটি আমাদের জন্য টার্নিং ডে। সব ভয়কে জয় করে বেলা ৩টার মধ্যে সবাই রাজু ভাস্কর্যের আশপাশে থাকুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার

২৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ