বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোটা সংস্কারের প্রজ্ঞাপনসহ তিনদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার ব্যানারে এই মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার সমন্বয়ক আবু সাঈদ বলেন, ‘সরকার কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না করে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এসময় আহ্বায়ক শাকিল উজ্জামান ‘অবিলম্বে শিক্ষার্থীদের প্রাণের ‘তিনদফা দাবি’ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি দাবিগুলো তুলে ধরে বলেন, পাঁচ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে হবে, কোটা সংস্কারের আন্দোলনের সাথে যুক্ত নেতা-কর্মীদের ওপর হামলার বিচার করতে হবে ও আন্দোলকারীদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে, তা প্রত্যাহার করতে হবে।’
তিনি বলেন, ‘কোন ধরনের ভয়ভীতি দিয়ে আন্দোলরকে দমিয়ে রাখা যাবেনা। শিক্ষার্থীরা মাঠে আছে মাঠে থাকবে। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।