Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১০:২০ এএম | আপডেট : ১১:৫৭ এএম, ২২ জুলাই, ২০১৮

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সন্ত্রাসপ্রবণ কালারমারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ে র্্যাব অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে বলে জানাগেছে।

ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জামসহ ২০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার মধ্যরাতে র‌্যাব অভিযান চালিয়ে দুইজন অস্ত্র তৈরির কারিগরকেও গ্রেপ্তার করে। এরা হলো মো. আবদুল হাকিম (৩৮) ও মো. শহিদ উল্লাহ (৩১)।
র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব-৭) কক্সবাজার কোম্পানি অধিনায়ক এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র মতে, শনিবার দিনগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ