পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান গতকাল রাতে তার সরকারী বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে হজযাত্রীদের অতিরিক্ত আরো ৪% রিপ্লেসমেন্ট ঘোষণা করেছেন। চলতি বছর এ নিয়ে হজযাত্রী রিপ্লেসমেন্টের পরিমাণ দাঁড়ালো ৮%। হজ এজেন্সিগুলোকে তাদের প্যাডে পরিচালক হজ এর বরাবরে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে লিখিত আবেদন করতে হবে। আবেদনটি অনলাইনেও নিশ্চিত করতে হবে। হজযাত্রী রিপ্লেসমেন্ট নিতে এজেন্সির পক্ষ থেকে মিথ্যা তথ্য প্রদান করা হচ্ছে না মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ দিন যাবত হাবের পক্ষ থেকে অতিরিক্ত হজযাত্রী রিপ্লেসমেন্ট বরাদ্দের দাবী উঠছিল। প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো: আনিছুর রহমান, যুগ্ম-সচিব মো: হাফিজ উদ্দিন, উপ-সচিব (হজ) শরাফত জামান ও ধর্মমন্ত্রী’র পিও আবু সাঈদ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ৩৭ হাজার ২ শত ২২ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌছেছেন।
জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ হিজরি/২০১৮ খ্রি. অনুযায়ী মৃত্যুজনিত ও গুরুতর অসুস্থতা জনিত কারণে প্রতিটি এজেন্সি তার নিবন্ধিত হজযাত্রীদের মধ্য থেকে ৪% হজযাত্রী প্রতিস্থাপন করতে পারে। হজ নীতির এ বিধান অনুসারে সংশ্লিষ্ট এজেন্সির আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যে ৪% হিসেবে মোট ৪ হাজার ৬ শত ১৪ জন হজযাত্রী প্রতিস্থাপিত হয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি ব্যবস্থাপনার ৬ হাজার ৪ শত ২৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৬১ হাজার ২৫ জন সর্বমোট ৬৭ হাজার ৪ শত ৫২ জন হজযাত্রীর ভিসা পাওয়া গিয়েছে।
পর্যালোচনায় প্রতিয়মান হয় যে, নির্ধারিত ৪% এর অধিক প্রতিস্থাপন না করা হলে হজযাত্রীর কোটা অপূর্ণ থেকে যাবে। বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা যাতে অপূর্ণ না থাকে, কোটার সমসংখ্যক বাংলাদেশী হজযাত্রীকে হজ পালনের সুযোগ প্রদানের লক্ষ্যে এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সরকার নিম্নেবর্ণিত শর্তসাপেক্ষে পূর্বে প্রদত্ত প্রতিস্থাপনের অতিরিক্ত হিসেবে আরও ৪% হজযাত্রীর প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।