Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজের ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

আগেও ব্যাথা পেয়ে দেশে ফিরে এসেছিলেন। এবারও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে গিয়ে ভারতের আইপিএলে শেষ ম্যাচে ব্যাথা পেয়ে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। ঐ ইনজুরি তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে ঠেলে দিয়েছে। তারপর এখনো জাতীয় দলকে সার্ভিস দিতে পারেননি কাটার মাষ্টার।
সেই ইনজুরি নিয়ে দেশে ফিরে ভারতের দেরাাদুনে আফগানিস্তানের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মিস করার পর পরই মুস্তাফিজকে নিয়ে অনেক কথা হয়েছে বোর্ডে। বোর্ড পরিচালকদের অনেকেই মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলতে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের কথা, মুস্তাফিজ আমাদের দেশের সম্পদ। জাতীয় দলের অন্যতম প্রধান বোলিং হাতিয়ার।
কিন্তু প্রতিবার সে আইপিএল খেলতে যাবে আর আহত হয়ে ফিরে জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেনা- তা কি হয়? এর একটা বিহিত করতে হবে। আগামীতে মুস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেয়ার আগে ভাবতে হবে। বোর্ড পরিচালকদের সেই কথা এতদিনে প্রতিধ্বনিত হলো বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের মুখে। বিসিবি বিগ বস জানিয়ে দিলেন, আগামী দুই বছর আইপিএল খেলা বন্ধ মুস্তাফিজের।
এবার আইপিএল থেকে নিয়ে ফেরা চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি মুস্তাফিজ। বাইরে থাকতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও।
এর আগে ২০১৬ আইপিএল থেকেও এই বাঁহাতি পেসার ফিরেছিলেন হালকা চোট নিয়ে। পরে সেবারই ইংল্যান্ডে টি-টোয়েন্টি বøাস্টে খেলতে গিয়ে চোট পান কাঁধে। বড়সড় অস্ত্রোপচার হয় তার কাঁধে, যেটির ধকল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি এখনও।
সব মিলিয়ে বেশ চটেছেন নাজমুল হাসান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের খেলা নিয়ে নিজের ভাবনা এই বাঁহাতি পেসারকে জানিয়েও দিয়েছেন তিনি, ‘মুস্তাফিজ এসে শুরুতে অসাধারণ সাফল্য নিয়ে এসেছিল। এখন বারবার ইনজুরিতে পড়ে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ও বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ইনজুরড হচ্ছে, আর দেশকে সার্ভিস দিতে পাচ্ছে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের বোর্ডে থাকবে, বোর্ডই তাকে সেবা শুশ্রূষা করবে, ভালো করবে, আবার সে ওখানে ওদের জন্য খেলতে গিয়ে জাতীয় দলে খেলবে না, আবার আমরা ওকে ঠিক করব, এটা হয় না। জানিনা শেষ পর্যন্ত কি হবে, তবে আমি ওকে বলে দিয়েছি, আগামী দুই বছর ওর বাইরে যাওয়া ঠিক হবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ