রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ৩দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে এক প্রেমিকা। এ ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকা বাড়িতে অবস্থান করলেও সুচতুর প্রেমিক গাঁ-ঢাকা দিয়েছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের মজিবর রহমানের ছেলে মাহবুবের(২১) সাথে প্রতিবেশি আইনুল হকের কন্যা আরফিনা বেগমের(২১) দীর্ঘ দীন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিন্তু আফরিন বিয়ের জন্য কথা বললে মাহবুব বিভিন্ন অযুহাতে বেশ কয়েকবার সময় ক্ষেপন করে। অবশেষে বাধ্য হয়ে গত বৃহস্পতিবার(১৯জুলাই) ভোর ৫ টা থেকে বিয়ের দাবিতে মাহবুবের বাড়িতে অবস্থান নেয় আরফিনা। সেখানেই কথা হয় আরফিনার সাথে। সে জানায় মাহবুব ছিল তার ক্লাস ফ্রেন্ড। একই পাড়ায় দু-জনের বাড়ি হওয়ায় সবসময় তাদের মাঝে বিভিন্ন ধরনের কথা-বার্তা হতো। সেই সুবাদে তাদের দু-জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আরফিনা আরও জানায় তার পিতা-মাতা অন্যত্র বিয়ে দিয়েছিল ৫/৬ বছর আগে। কিন্তু মাহবুব বিয়ে করবে বলে তার সাথে আরফিনার প্রেমের সম্পর্কের কথা বলে বিয়ে ভেঙ্গে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে চলছে আলোচনা,সমালোচনা। ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, বিষয়টি নিয়ে শালিস বৈঠক বসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।