মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, গত ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত ট্রাম্প ও পুতিনের বৈঠকে দুই বিশ্বনেতার মধ্যে সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনা হয়েছে। তারা শরণার্থীদের সিরিয়াতে ফেরত নিয়ে যাওয়ার বিষয়েও আলাপ করেছেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন। আর পম্পেও আশা করেন, আগামী শরতে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে আবার দেখা হবে রুশ প্রেসিডেন্ট পুতিনের। পুতিনের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে ঘরে-বাইরে দুই দিক থেকেই চাপের মুখে ছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত চালাচ্ছেন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার। অন্যদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের আইন প্রতিমন্ত্রী রড রোজেন্সটেইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় ১২ রুশ নাগরিককে চিহ্নিত করা হয়েছে। পুতিনের সঙ্গে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে যোগ না দিতে ট্রাম্পকে আহŸান জানিয়েছিলেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটদের চেয়ারম্যান টম পেরেজের ভাষ্য, ‘পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নয়।’ ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও ট্রাম্পকে ওই বৈঠকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সিনেটর ম্যাককেইন মন্তব্য লড়েছিলেন, ট্রাম্প যদি পুতিনকে দায়ী করার বিষয়ে প্রস্তুতি নিয়ে না থাকেন, তাহলে তার উচিত হবে না ওই বৈঠকে যোগ দেওয়া। তারপরও ট্রাম্প পুতিনের সঙ্গে হেলসিংকিতে বৈঠকে বসেছিলেন। আর সে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের জানালেন পম্পেও। তিনি জাতিসংঘে গিয়েছিলেন উত্তর কোরিয়ার বিষয়ে আলোচনার জন্য। সেখানেই সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়। পম্পেও বলেছেন, ‘আমি খুব খুশি যে দুই গুরুত্বপূর্ণ দেশের দুই নেতার নিয়মিত দেখা হচ্ছে।’ পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘আমাদের জ্যেষ্ঠ নেতারা বিশ্ব জুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। তার এমন সব মানুষ যাদের সঙ্গে আমাদের গভীর বিরোধ রয়েছে। ট্রাম্প যে পুতিনের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন তা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা কঠিন সমস্যাগুলোর সমাধান পাওয়ার আশা করতে পারি আমরা।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।