বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর কল্যাণপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে মিরপুর থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ডিবি পুলিশের পশ্চিম বিভাগের মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালায়। এ সময় মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জসিম মোড়ল (৩০), আব্দুল জলিল (২৮), সাগর ওরফে রিপন দাশ (৩০) ও জালাল উদ্দিনকে (২৮) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩২ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৫/৬ বছর ধরে জালনোট প্রস্তুত ও বাজারজাত করার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।