Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্ক গিউনের আরও ৮ বছরের কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ৩:৫৫ পিএম

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে শুক্রবার আরও আট বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবর দিয়েছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তহবিলের ক্ষতিসাধন ও ২০১৬ সালের পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার দায়ে তাকে এই কারাদণ্ড দেয়া হয়।

সিউল সেন্ট্রাল ডিসট্রিক্ট কোর্টের রায়ে বলা হয়, পার্ক তার সাবেক সহযোগীদের সঙ্গে ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির (এনআইএস) তহবিলের ২.৯১ মিলিয়ন ডলার ক্ষতি করেন।

বিচারক সিওং চ্যাং-হো বলেন, ‘অভিযুক্ত পার্ক এনআইএসের প্রধান কর্মকর্তার কাছ থেকে তিন বছরে ২.৯১ মিলিয়ন ডলার নিয়েছেন। এই অপরাধের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কোষাগারের বিশেষ ক্ষতি করেছেন।’

আদালত জানান, তিন সাবেক এনআইএস প্রধান বলেছেন তারা পার্কের নির্দেশে তাকে তহবিল থেকে অর্থ প্রদান করেন।

আদালতে শুনানি চলার সময় ‘অসহযোগিতা’ করার জন্য পার্ককে তিরস্কার করেন বিচারক।

তৎকালীন ক্ষমতাসীন সেনুরি পার্টির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াতে হস্তক্ষেপের দায়েও অভিযুক্ত হন পার্ক।

আগে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে পার্ককে ২৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। অর্থাৎ এখন তার মোট সাজা হলো ৩২ বছর।

৬৬ বছর বয়সী পার্ক বরাবরই তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পার্ক গিউন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ