Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চীনের মন্ত্রিসভায় সাংহাই পরিকল্পনা অনুমোদন

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের মন্ত্রিসভা গত বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির কৌশলগত নির্দেশনা প্রদানকারী বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রকে বৈশ্বিক উদ্ভাবন কেন্দ্রে রূপান্তরিত করার সাংহাই পরিকল্পনা রাষ্ট্রীয় পরিষদে অনুমোদন হয়েছে। রাষ্ট্রীয় পরিষদের ওয়েবসাইটে বলা হয়, সাংহাই’র উচিত হবে উদ্ভাবনের অচলাবস্থার নিরসন ঘটানো। জাতীয় উন্নয়ন ও পুনর্গঠন কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নতুন শর্ত ও সমস্যা তৈরি হলে এ ব্যাপারে পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে। একই সাথে তারা এর মূল্যায়ন ও গুরুত্বপূর্ণ কাজের সীমাও বাড়াতে পারবে।
গত মে মাসে উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে ও শহরটিকে ২০২০ সাল নাগাদ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে একটি বৈশ্বিক উদ্ভাবনী কেন্দ্রে পরিণত করতে সাংহাই পরিকল্পনা ঘোষণা করা হয়। শহরটি ইতোমধ্যে পেশাদারদের আকৃষ্ট করতে সংস্কার কাজ শুরু করে দিয়েছে। এরমধ্যে বিদেশি বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তাদের জন্য স্থানীয় আবাসিক সুবিধা শিথিল করা হয়েছে। অগ্রদূত হিসেবে সাংহাই পুনর্গঠন দেশের বাকি অংশের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। এর আগে সাংহাই’র মেয়র উয়াং জং বলেন, এই নতুনত্ব শহরের শিল্প অবকাঠামো পুনর্গঠন ও এর অর্থনীতিতে জোয়ার নিয়ে আসবে। সাংহাই ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনের মন্ত্রিসভায় সাংহাই পরিকল্পনা অনুমোদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ