পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বেশ কিছু বেসরকারি হজ এজেন্সি এখনো মক্কা-মদিনায় হজযাত্রীদের বাড়ী ভাড়ার কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। এতে বিমানের প্রায় ৯ হাজার হজ টিকিট বিক্রি করা সম্ভব হয়নি। কোনো কোনো হজ এজেন্সি গ্রুপ লিডারদের মাধ্যমে সরকার ঘোষিত হজ প্যাকেজের চাইতে কম টাকায় হজযাত্রী সংগ্রহ করায় তারা এখনো মক্কা-মদিনায় বাড়ী ভাড়া সম্পন্ন করতে পারেনি। হজ এজেন্সিগুলোর অবৈধ গ্রুপ লিডাররা এখনো হজ প্যাকেজের টাকা পরিশোধ করেনি। এছাড়া হজ এজেন্সিগুলোকে প্রয়োজনীয় হজযাত্রী রিপ্লেসমেন্ট না দেয়ায় বিমানের হজ টিকিট ক্রয় সম্ভব হচ্ছে না। হাবের একাধিক সদস্য এতথ্য জানিয়েছে। হজ এজেন্সি এইম ট্রাভেলস (৫৮৭) গতকাল বুধবার পর্যন্ত ১৭২ জন হজযাত্রী’র বাড়ী ভাড়ার কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। এইম ট্রাভেলসের মুনাজ্জেম মাওলানা মো: ফারুক হোসেন দীর্ঘ দিন যাবত মক্কায় অবস্থান করেও ১১২ নং মুয়াল্লেমের সাথে সার্ভিস চার্জের চুক্তি করতে পারেনি। কম দামের হজযাত্রী নিতে গিয়ে একজন গ্রুপ লিডারের উপর নির্ভর করে বসে থাকায় গতকাল পর্যন্ত এইম ট্রাভেলস সউদী মুয়াল্লেম নিতে পারেনি। ফলে এসব হজযাত্রী’র মক্কা-মদিনায় বাড়ী ভাড়া কবে নাগাদ সম্পন্ন হবে তা’ কেউ নিশ্চিত করে বলতে পারছে না। মক্কা থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে। এইম ট্রাভেলসের মুনাজ্জেম মাওলানা মো: ফারুক হোসেন গতকাল ইনকিলাবের সাথে আলাপকালে ১৭২ জন হজযাত্রী’র বাড়ী ভাড়া না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। সউদীর ১১২ নং মুয়াল্লেম নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবী করেন। এইম ট্রাভেলসের স্বত্বাধিকারী মুক্তার হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি মোবাইল ধরেননি।
সউদী সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সাফ সাফ জানিয়ে দিয়েছে চলতি বছর বিমানকে হজযাত্রী পরিবহনের অতিরিক্ত একটি প্লটও বরাদ্দ দেয়া হবে না। ফলে বিমান কর্তৃপক্ষ চরম হতাশায় রয়েছে। যথা সময়ে হজ টিকিট বিক্রি এবং হজযাত্রী পরিবহনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারলে যাত্রী পরিবহনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সে’র ফ্লাইট যোগে প্রায় ২৫ হাজার হজযাত্রী সউদী আরবে পৌঁছেছেন। সউদী রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল-মুতাইরির দিক নিদের্শনায় নির্বিঘে হজযাত্রী পরিবহনের লক্ষ্যে দূতাবাস কর্র্তৃপক্ষ গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৫শ’ ৪০ জন হজযাত্রী’র ভিসা ইস্যু করেছে। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ) মো: হাফিজ উদ্দিন গতকাল বলেছেন, এখনো বেশ কিছু বেসরকারী হজ এজেন্সি মক্কা-মদিনায় হজযাত্রীদের বাড়ী ভাড়া সম্পন্ন করতে পারেনি। ফলে বিমানের কমপক্ষে ৯ হাজার হজ টিকিট অবিক্রিত রয়েছে। তিনি দ্রুত বিমানের হজ টিকিট ক্রয়ের জন্য এজেন্সিগুলোর প্রতি অনুরোধ জানান। হজযাত্রী রিপ্লেসমেন্টের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে যুগ্ম-সচিব হাফিজ উদ্দিন উল্লেখ করেন। হাব মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজ প্যাকেজের চাইতে কেউ কেউ কম টাকায় বেশি হজযাত্রী নেয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ায় এখনো বাড়ী ভাড়া করতে পারেনি। তিনি বলেন, হজ প্যাকেজের রেট না কমিয়ে খেদমতের প্রতিযোগিতা করলে সংশ্লিষ্ট এজেন্সিগুলো’র সুনাম অর্জন সম্ভব ও আর্থিকভাবে লাভবান হতো। এছাড়া হজ এজেন্সিগুলোকে প্রয়োজনীয় হজযাত্রী রিপ্লেসমেন্ট অনুমোদন না দিয়ে এবার মাত্র ৪% রিপ্লেসমেন্ট দেয়ায় বিমানের হজ টিকিট ইস্যু করা সম্ভব হচ্ছে না বলে হাবের মহাসচিব তসলিম উল্লেখ করেন। হাব মহাসচিব বলেন, ২০১৭ সালের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থেই ধর্ম মন্ত্রণালয় ১৫% হজযাত্রী রিপ্লেসমেন্ট অনুমোদন দিয়েছিল। এতে সরকারের কোনো সুনাম ক্ষুন্ন হয়নি বরং হজ কোটা পূর্ণ হওয়ায় কোটা বৃদ্ধির দাবী প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনা এবং বিমানের হজ টিকিট যথাসময়ে বিক্রির লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক হজযাত্রী রিপ্লেসমেন্ট অনুমোদনের জোর দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।