বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের হরিনাকুন্ডুর ভাতুড়িয়া গ্রামে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ১৩ মামলার আসামী আমিরুল ইসলাম পচা (৪৩) নিহত হয়েছে। তিনি একই উপজেলার ভাইনা গ্রামের রহিম বক্সের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ জানান, জেলার হরিনাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রাম এলাকায় র্যাবের তল্লাসী চেকপোষ্টে আতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। আধা ঘন্টা বন্দুকযুদ্ধ চলার পর অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আমিরুল ইসলাম পঁচাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। র্যাব ঘটনাস্থল থেকে ১টি সুুটার গান, ২ রাউন্ড গুলি ও একটি হাঁসুয়া উদ্ধার করেছে। বুন্দকযুদ্ধের সময় র্যাবের তিন সদস্য আহত হয়। নিহত আমিরুল ইসলাম পচার নামে দেশের বিভিন্ন থানায় ১৩টি মামল রয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।