মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। দেশটির পূর্বের প্রদেশ নাগরহারে এ ঘটনা ঘটেছে। গত শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার পরিচালিত এ হামলাটি ছিল আফগান বিমানবাহিনীর সবচেয়ে বড় হামলা। ২০১৪ সালে ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর দেশটির বিমানবাহিনী সক্ষমতা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হামলায় সবগুলো পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে হতাহতের সঠিক সংখ্যার সত্যতা যাচাই করা মুশকিল। বিমানবাহিনীর কর্মকর্তা খোগায়ানি বলেন, আমাদের গোয়েন্দাদের প্রাপ্ত তথ্যেরভিত্তিতে আফগান বিমানবাহিনী এ হামলা পরিচালনা করেছে এবং হামলায় ৪০ জন জিহাদি নিহত হয়েছে। তিনি জানান, জিহাদিরা নাগরহারে জড়ো হয়েছিল একসঙ্গে হামলা চালানোর জন্য। আফগান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, নাগরহারে যৌথ অভিযানে ৪২ জন নিহত হয়েছে এবং তাদের একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়েছে। রয়টার্র্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।