Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরস্ত্রীকরণে ট্রাম্পের ইউটার্ন

‘আমাদের কোনও সময়সীমা নেই, কোনও গতিসীমা নেই’

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ ‘খুব দ্রæত শুরু হতে পারে’ এমন ইঙ্গিত দিয়ে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন দিয়ে এখন বলছেন এর জন্য কোনও সময়সীমা নেই। এমনকি এনিয়ে কোনও তাড়াহুড়া নেই বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি। গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বড় অংশ জুড়ে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেছেন, এই প্রক্রিয়ায় পুতিন তার সঙ্গে রয়েছেন। বিবিসি এসব খবর জানিয়েছে। গত মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে করেন ট্রাম্প। ওই বৈঠকে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয়। ১২ জুনের ওই বৈঠকে কোনও সময় সীমা বা কখন এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে সূচি বলা হয়নি। তবে বৈঠকের পর দ্রæত এই প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। বৈঠকের পর এই প্রক্রিয়ায় খুব সামান্যই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে। গত সপ্তাহে উত্তর কোরিয়ার তরফে বলা হয় যুক্তরাষ্ট্রের আচরণ ‘গ্যাংস্টারের মতো’। তবে মঙ্গলবার ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সবকিছু ঠিকঠাক যাচ্ছে। সাংবাদিকদের তিনি বলেছেন, আমাদের কোনও সময় সীমা নেই, কোনও গতি সীমা নেই। আলোচনা চলছে আর তারা খুব, খুব ভালো করছে। ট্রাম্প বলেন, ‘অবরোধ এখনও বহাল রয়েছে। জিম্মিরা ফিরে এসেছে। তারা নতুন কোনও পরীক্ষা চালায়নি। গত নয় মাস ধরে নতুন করে রকেট উৎক্ষেপণ করেনি। আর আমার মনে হয় সম্পর্ক ভালো রয়েছে। সুতরাং আমরা দেখছি এটা কেমন চলে।’ ট্রাম্প বলেন, এই সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনার বড় বিষয়ের একটি ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি। তিনি বলেন, ‘ এই প্রক্রিয়ায় প্রেসিডেন্ট পুতিন এমনভাবে সম্পৃক্ত হতে যাচ্ছেন যেন তিনি আমাদের সঙ্গেই রয়েছেন।’ বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ