বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলতি বছরের প্রথমার্ধে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মুনাফা হয়েছে এক হাজার ৭২০ কোটি টাকা। এই সময়ে অপারেটরটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯২ লাখ। এসব গ্রাহকের মধ্যে ৩ কোটি ৪৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। গ্রাহক সেবা থেকে গ্রামীণফোন প্রথমার্ধে রাজস্ব আয় করেছে ৬ হাজার ৩৮০ কোটি টাকা, আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ। কর পরবর্তী নেট মুনাফা ২৬ শতাংশ মার্জিনসহ ১ হাজার ৭২০ কোটি টাকা। সোমবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে ২০১৮ সালের প্রথমার্ধের এসব তথ্য জানানো হয়।
গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমার্ধে নেট মুনাফা অর্জিত হলেও ৪জি লাইসেন্স, স্পেকট্রাম, প্রযুক্তি নিরপেক্ষতা ফি এবং নেটওয়ার্ক কাভারেজ ও সক্ষমতা বৃদ্ধিতে ২ হাজার ৫৪০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং রাষ্ট্রীয় কোষাগারে অবদান ৪ হাজার ৭৯০ কোটি টাকা। রাজস্ব আয়ের ৬ হাজার ৩৮০ কোটি টাকার মধ্যে ডাটা থেকে অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি ছিল ২১ দশমিক ১ শতাংশ আর ভয়েস থেকে অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি হয় ২ দশমিক ৪ শতাংশ। গত প্রান্তিক থেকে নতুন অ্যাকাউন্টিং নিয়মাবলীকে আমলে নিয়ে গত বছরের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ।
গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, বিরূপ আবহাওয়া এবং তীব্র প্রতিযোগিতার কারণে ২০১৮’র প্রথমার্ধ ছিল খুবই কঠিন। তবুও, আমরা স্বাস্থ্যকর প্রবৃদ্ধি এবং মার্জিন বজায় রাখতে পেরেছি।’ তিনি আরো বলেন, আমরা ২০ লাখ ৪জি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছি এবং গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে আমাদের নেটওয়ার্ক বিস্তার ও আধুনিকায়নের কাজ পরিকল্পনামাফিক এগিয়ে চলছে। আমাদের সুসংহত ভয়েস ও প্রতিযোগিতামূলক ডাটা অফার গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।