Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনূর্ধ্ব ১৯ দলের কোচ নেওয়াজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

সাবেক শ্রীলঙ্কান অল রাউন্ডার নাভেদ নেওয়াজকে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধাণ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ সালে দক্ষিণ আিফ্রকায় অনুষ্ঠেয় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই হবে নেওয়াজের প্রধাণ কাজ।
৪৪ বছর বয়সী নেওয়াজের আন্তর্জাতিক ক্যারিয়ার উল্লেখ করার মত নয়। শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। একমাত্র টেস্টটি খেলেছিলেন ২০০২ সালে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে ৭৮ রানের অপরাজিত ঝকঝকে ইনিংসও খেলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে পরে আর সাদা জার্সি পরা হয়নি। বাঁ-হাতে ব্যাট করার পাশাপাশি লেগ ব্রেক বলও করতেন নেওয়াজ।
খেলোয়াড় হিসেবে ২০০৪ সালে অবসর নেয়ার পর থেকেই জড়িত আছেন কোচিং পেশার সঙ্গে। শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের দায়ীত্বে ছিলেন ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত। ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই পারফর্ম্যান্স এই কোচ (লেবেল থ্রি) এরপর বছরখানেক কাজ করেন শ্রীলঙ্কার এমার্জিং দলের ব্যাটিং কোচ হিসেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনূর্ধ্ব ১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ