Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে নান্দাইলে সেমিনার

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ময়মনসিংহের নান্দাইল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে- বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নান্দাইল উপজেলার নীতি নির্ধারকগণের সাথে দিনব্যাপি উপজেলা মিলনায়তন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার উপস্থিত নীতিনির্ধারক এবং শিশু ফোরামের সদস্যদের মাঝে ‘শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে’ করণীয় সম্পর্কে প্রশ্ন-উত্তর পর্ব পরিচালনা করে তুলি দেবনাথ এবং আরমান ভূঁইয়া। সভায় বক্তব্যে শিশু সুরক্ষার জন্যে উপজেলা পর্যায়ে ও ইউনিয়ন পর্যায়ে যে সকল কমিটি রয়েছে তা কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপÍ) মাহমুদা আক্তার আহবান জানান। উপস্থিত সবাইকে তিনি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ¦বান জানান। তিনি আরো বলেন, ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে নান্দাইল উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হবে। এ লক্ষ্যকে বাস্তবায়নের জন্য তিনি উপস্থিত সবার কাছে সহযোগীতা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নান্দাইল পৌর-মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া, মহিলা ও শিশু বিষয়ক উপজেলা অফিসার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, স্থানীয় পুলিশ প্রশাসন, নান্দাইল শিশু ফোরামের নেত্রীবৃন্দ, এরিয়া প্রোগ্রাম ম্যানাজার সুমন রুরাম এবং নান্দাইল এরিয়া প্রোগ্রাম কর্মীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিনার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ