Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে সব কোম্পানির ক্রেতা থাকলেও বিক্রেতা নেই

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত চার কোম্পানি। এগুলো হলো- আইটি কনসালটেন্টস, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, দুপুর ১২টার দিকে আইটিসির ক্রেতার ঘরে ৩ লাখ ৮৭ হাজার ৪২৬টি শেয়ার ৪৫ দশমিক ১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ২০ লাখ ৭০ হাজার ৮৩৭টি শেয়ার এক হাজার ৪৫ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৫ দশমিক ৮০ টাকায় লেনদেন হয়। পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৩২ হাজার ১১২টি শেয়ার ২৮ দশমিক ১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৩ লাখ ২৬ হাজার ৯০টি শেয়ার ৪১৫ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়ে সর্বশেষ ২৮ দশমিক ১০ টাকায় লেনদেন হয়।
মেঘনা পোট ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ১৩টি শেয়ার ২২ দশমিক ৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ১৫ হাজার ৯৯টি শেয়ার ৬৩ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯ দশমিক ৬১ শতাংশ বেড়ে সর্বশেষ ২২ দশমিক ৮০ টাকায় লেনদেন হয়।
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ১ লাখ ৮০ হাজার ১৫৪টি শেয়ার ৪৪ দশমিক ৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৬ লাখ ৬৭৪টি শেয়ার ৬১৪ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯ দশমিক ৪০ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৪ দশমিক ২০ টাকায় লেনদেন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টক একচেঞ্জে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ