Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজার পর্যবেক্ষণ করছে বিদেশিরা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) চলতি মাসের প্রথম পক্ষে অর্থাৎ ১৫ দিনে (১-১৫ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬৮ পয়েন্ট কমেছে। সূচকের এমন নেতিবাচক পরিস্থিতিতে বিদেশীদের শেয়ার লেনদেনে কম অংশগ্রহন করতে দেখা গেছে। চলতি মাসের প্রথম পক্ষে শেয়ারবাজারে বিদেশিদের নিট বিনিয়োগ কমেছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ।
একাধিক মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা খুবই সচেতন। বিদেশীরা সব সময় ঝামেলা এড়িয়ে চলেন। বাজারে বিনিয়োগের আগে তারা অনেক দিক বিশ্লেষণ করে বিনিয়োগ করেন। সুযোগের অপেক্ষায় থাকেন। আকর্ষণীয় মূল্যে তারা শেয়ার ক্রয় করেন আবার বিক্রির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করেন। বর্তমানে তারা বাজার পর্যবেক্ষণ করছেন। এ অবস্থায় বিনিয়োগ কিছুটা কমেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ১৫দিনে ১০ কার্যদিবস লেনদেন হয়েছে। এ ১০দিনে বিদেশীরা মোট ৪২৫ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছেন। এর আগের পক্ষে অর্থাৎ জুন মাসের শেষ ১৫ দিনে (১৬-৩০ জুন) বিদেশীরা মোট ৬৭৯ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকার লেনদেন করেছিল। সে হিসেবে দেখা যাচ্ছে আগের পক্ষের তুলনায় চলতি পক্ষে বিদেশীদের লেনদেন ৩৭ দশমিক ৩৫ শতাংশ কমেছে।
এদিকে চলতি পক্ষে লেনদেনে বিদেশিদের অংশগ্রহণ কমলেও সামগ্রিক বিনিয়োগকারীদের আগ্রহ লেনদেন কিছুটা বেড়েছে। জুলাই মাসের প্রথম পক্ষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮ হাজার ৮৬২ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকা এবং দৈনিক গড় লেনদেন ৮৮৬ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। এর আগের পক্ষে ছিল ৬ হাজার ১৯৯ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা এবং দৈনিক গড় লেনদেন ৬৮৮ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ চলতি পক্ষে লেনদেন বেড়েছে ২ হাজার ৬৬২ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকা। আর গড় লেনদেন বেড়েছে ১৯৭ কোটি ৪১ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা স্টক একচেঞ্জে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ