Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদ খাইয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে গণধর্ষণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম


 ভারতে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরাতে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা এখনও পলাতক রয়েছে। তিন মদ্যপ যুবক প্রথমে সেই বৃদ্ধাকে জোর করে মদ খাওয়ায়। তারপর তার ওপর চলে নির্যাতন। পরে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় সেই বৃদ্ধাকে উদ্ধার করেন স্থানীয়রা। জানা গেছে, গত শনিবার প্রতিদিনের মতো গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন সেই বৃদ্ধা। রাস্তার ধারে বটগাছের তলায় বসে মদ্যপান করছিল খোকন সিং, বাড়ি ছেত্রী, অনন্ত সিং নামে তিন যুবক। বৃদ্ধা কাছে আসতেই তার পথ আটকায় তিনজন। তারপর সেই বৃদ্ধাকে টেনে নিয়ে জোর করে মদ্যপান করায় তারা। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ