বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু’চিকিৎসা এবং কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলীয় সকল নেতাদের মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা যুবদল। সোমবার সকাল ১১টার দিকে যুবদলের নেতারা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং তাদের ব্যানার ছিনিয়ে নেয়। পরে যুবদল নেতারা সেখানেই সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খ. রাশেদুল আলম, সদস্য সচিব মাসুদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান টিটন, সাতিল, জাহিদ হোসেন মালা, জুয়েল রানা প্রমুখ।
এসময় নের্তৃবৃন্দ হুশিয়ার করে বলেন, বর্তমান অবৈধ সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে। এই অবৈধ সরকার উৎখাত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে দাবি আদায়ে বাধ্য করবে বলে হুশিয়ারী দেন নেতারা। এসময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।