Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াজের বিরুদ্ধে রায় অনুমানভিত্তিক : শাহবাজ

ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে : বিলাওয়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি ও সাবেক প্রধামন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরিফ বলেছেন, নওয়াজ ও মরিয়মের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণবিহীন অনুমানভিত্তিক রায় দেওয়া হয়েছে। অন্যদিকে আসন্ন ২৫ জুলাই সাধারণ নির্বাচন সামনে রেখে পাকিস্তানে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে পাকিস্তান পিপলস পার্টি।
শাহবাজ শরিফ আদালতে না নিয়ে নওয়াজ শরিফের বিরুদ্ধে আদিয়ালা জেলে বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের সমালোচনা করেন। অন্য দুই অভিযোগে কারাগারেই নওয়াজের বিচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছে। শাহবাজ সেই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, কারা-অভ্যন্তরে বিচার হয় সন্ত্রাসীদের। তিনি দাবি করেন, নওয়াজ ও মরিয়মের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণবিহীন অনুমানভিত্তিক রায় দেওয়া হয়েছে। ১৩ জুলাই লন্ডন থেকে আবুধাবি হয়ে দেশে ফিরেই গ্রেফতার হন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ ও তার কন্যা মরিয়ম। গ্রেফতারের পর নওয়াজকে রাখা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে।
তত্ত¡াবধায়ক সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে, নওয়াজ শরিফকে আদিয়ালা জেলে পাঠানোর পর পরই তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে। তত্ত¡াবধায়ক সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা জানিয়ে শাহবাজ শরিফ বলেন, ‘জেলে সন্ত্রাসীদের বিচার হয়।’
শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ‘রায় নিজেই বলছে, নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ নেই।’
লাহোরে নওয়াজ শরিফকে স্বাগত জানাতে সমবেত হওয়ার জন্য দলীয় সমর্থকদের ধন্যবাদ জানান শাহবাজ। তার অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা দেওয়ার পরও দলীয় নেতা ও সমর্থকদেরকে লাহোরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শাহবাজ দাবি করেন, ‘অঙ্গীকার অনুযায়ী, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছি। কিন্তু প্রশাসন সহিংসতার আশ্রয় নিয়েছে। পুলিশ আমাদের দলীয় কর্মীদের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে।’
এদিকে, পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গ্রেফতার নিয়ে উত্তেজনার মধ্যে অভিযোগ তুলেছেন, নির্বাচন পরিচালনার গঠিত তত্ত¡াবধায়ক সরকার তার দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখছে না। শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তত্ত¡াবধায়ক সরকারের বিরুদ্ধে নির্বাচনি কারচুপির অভিযোগ এনে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে পাকিস্তানে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে ।
সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেন, ‘সংবাদ মাধ্যম সেন্সরশিপের মুখে পড়ছে, রাজনৈতিক কর্মীদের আটক করা হচ্ছে আর এসব শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং প্রাক নির্বাচনি কারচুপি।’
পাকিস্তান পিপলস পার্টির নেতারা বলছেন, গত সপ্তাহে পাঞ্জাব প্রদেশে একটি প্রচার মিছিল আটকে দেওয়াসহ বেশ কয়েকটি একই ধরণের মিছিলে বাধা দেওয়া হয়েছে। পাকিস্তানের শামা টিভির ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ভুট্টোর বিবৃতি পাকিস্তানি স্টাবলিশন্টের বিরুদ্ধে তার দলকে দাঁড় করিয়েছে। আর তাকে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতা নওয়াজ শরীফের ঘনিষ্ঠ করেছে। বিগত দিনগুলোতে নওয়াজ দাবি করে আসছেন তিনি পাকিস্তানি স্টাবলিশন্টের ষড়যন্ত্রের শিকার।
আসন্ন সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর প্রধান প্রতিদ্ব›দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি।
এদিকে রবিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) বর্তমান প্রধান শাহবাজ শরীফ বলেন, তাদের দলীয় কর্মীরা নওয়াজের প্রতি সমর্থন দেখাতে হাতে কালো আর্মব্যান্ড পরবেন।
কারাগারে সাক্ষাত
এদিকে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজের সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাৎ করেন তাদের পরিবারের সদস্যরা। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফসহ নওয়াজের মা ও পরিবারের অন্য সদস্যরা শনিবার রাতে দেখা করেন তাদের সঙ্গে।
সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন মরিয়মের মেয়ে মেহেরুন নিসা, শাহবাজের ছেলে হামজা শাহবাজ। লাহোর থেকে বিশেষ বিমানে তারা ইসলামাবাদে পৌঁছান। তাদের সাক্ষাৎ জেল সুপার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টার বেশি চলে এই বৈঠক। কারাজীবনের প্রথম দিনে দলের কোনও নেতা বা কর্মী নওয়াজ ও মরিয়মকে দেখতে যাননি। কারণ, কর্তৃপক্ষ তাদের সঙ্গে সাক্ষাতের জন্য বৃহস্পতিবার ধার্য করেছে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে এই বৈঠক সরকারের বিশেষ অনুমতির ভিত্তিতে হয়েছে।
আজ হাইকোর্টে আপিল
নওয়াজ শরীফ, মেয়ে মরিয়ম ও জামাই ক্যা্েটন (অব) সফদারের দন্ডাদেশের বিরুদ্ধে আজ সোমবার হাইকোর্টে আপিল করা হতে পারে বলে জানা গেছে। শরীফের আইনজীবীরা রবিবার আদিয়ালা জেলে তার সাথে সাক্ষাত করেন ও ওকালত নামায় সাক্ষ্য নেন। আইনজীবীরা শুধু ৬ জুলাইয়ের রায়কেই শুধু চ্যালেঞ্জ করবেন না, আরো মামলার বিরুদ্ধেও আপিল করবেন বলে বলা হয়েছে।
নিরাপত্তা হুমকি
পাকিস্তানের ন্যাশনাল কাউস্টার টেরোরিজম কর্তৃপক্ষের (নাকটা) প্রধান ড. সুলেমান আহমদ বলেছেন, পাকিস্তানের আরো রাজনৈতিক নেতা ও নির্বাচনের প্রার্থীর প্রতি মারাত্মক নিরাপত্তা হুমকি রয়েছে। তিনি ীন। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান নির্বাচন কমিশনকে বলেন, প্রায় সব কটি প্রধান রাজনৈতিক দলের সকল নেতাই হুমকির সম্মুখীন। সূত্র ডন, এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ