বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, সা¤প্রতিক সময়ে ব্যাংকের কার্যক্রমে মানুষের মধ্যে কিছুটা সন্দেহ ও অবিশ্বাস দেখা দিয়েছে। তিনি বলেন, যা ব্যাংকগুলো জন্য অশনিসংকেত। এসব সমস্যা কাটাতে ব্যাংকগুলোকে পদক্ষেপ নিতে হবে।
ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের জন্য ‘অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গতকাল শনিবার এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলন উপলক্ষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিএফআইইউয়ের প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ছোট কোন দুর্বলতা ব্যাংক খাতকে বড় ঝুঁকিতে ফেলতে পারে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। বিএফআইইউয়ের উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ বলেন, বর্তমান সময়ে ব্যাংক খাত অনেক চ্যালেঞ্জের মধ্য পড়েছে। প্রধান প্রধান ঝুঁকিগুলো নিয়ে বিশেষ ভাবনার প্রয়োজন আছে।ব্যাংকের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে যত্মশীল হওয়ার আহ্নন জানান ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন বিএফআইইউয়ের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক এ বি এম জহুরুল হুদা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।