রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালিগঞ্জের পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ নারীসহ ২ জন মারাত্বক জখম হয়ে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে গতকাল সকাল সাড়ে ৭টায় ঘটে।
থানা ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিকাপুর গ্রামের রমজান সরদারের ছেলে আবু বক্কার সরদারের সাথে পাশবর্তী রঘুনাথপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে নাসির সরদার (৪০), তার ছেলে ইকবাল হোসেন রাজু (২৫) ও বেলায়েত তরফদারের ছেলে আব্দুল হান্নান (৫০) এর সাথে গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হলে রমজান সরদারের ছেলে আবু বক্কার সরদার ও তার বোন ফজর আলীর স্ত্রী ফতেমা খাতুন (৪৫)-কে শ্লীলতাহানীসহ লাঠি ও কোঁদাল দিয়ে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে। ফাতেমা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় পারুলগাছা গ্রামের এন্তাজ আলী সরদারের ছেলে ইয়াছিন আলী সরদার বাদী হয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় এজাহার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।