Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এখন ঢাকায়

বিমানে ওঠার আগে টুইট বার্তা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় একটি বিশেষ বিমানে ঢাকা আসেন তিনি। বিমান বন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে অভ্যর্থনা জানান।
তার সঙ্গে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষস্থানীয় কর্মকর্তারাও রয়েছেন। আগামীকাল রোববার ঢাকায় অনুষ্ঠেয় ষষ্ঠ ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধমূলক কর্মকান্ড দমনে সহযোগিতা এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১৬ সালের জুলাইয়ে নয়াদিল্লিতে। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক পর্যালোচনার পাশাপাশি সম্পর্ক আরো জোরদারে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর তিনি সরাসরি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চলে যান। সেখানে রাতে এক ডিনারের আয়োজন করা হয়েছে। ডিনার শেষে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অন্য দিকে গতকাল শুক্রবার দিল্লি থেকে বিমানে ওঠার আগে রাজনাথ সিং একটি টুইট করেছেন। এ টুইট বার্তায় রাজনাথ সিং লিখেছেন, তিন দিনের বাংলাদেশ সফরে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছি। ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং গণতান্ত্রিক মূল্যবোধই ভারত ও বাংলাদেশের সম্পর্কের মূল। ভারত, বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত থাকতে চায়। ভারত ও বাংলাদেশ নিজেদের দেশ এবং সমুদ্র উপক‚লে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উল্লেখযোগ্য উন্নতি করেছে। সামনের দিনগুলোতে বন্ধুত্ব ও বিশ্বাসের ওপর ভিত্তি করে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করতে চাই, যোগ করেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরের আগে গত বৃহস্পতিবার দেশটির হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ। একই সাথে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনের উদ্বোধন করবেন তিনি। এর আগে যমুনা ফিউচার পার্কে একটি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করবেন তিনি। আগামীকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন রাজনাথ সিং। ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনায় অংশ নেবেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, এবার বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয় এবং জাল মুদ্রা, মাদক ও মানবপাচারের মতো অপরাধমূলক কর্মকান্ড কীভাবে দমন করা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা হবে। সন্ত্রাস দমনবিষয়ক সহযোগিতা, তরুণদের উগ্রপন্থায় দীক্ষিত করতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চেষ্টা এবং রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। এ ছাড়া সফরে বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ চলাচল, গবাদিপশু, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থা শক্তিশালী করা নিয়ে আলোচনারও কথা রয়েছে। দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো কীভাবে বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা করবেন দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
ওই সূত্র জানায়, বাংলাদেশি নাগরকিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। যেমন- নির্বিঘে ভিসা আবেদন জমা, ই-টোকেনের বাধ্যবাধকতা না থাকা এবং জ্যেষ্ঠ নাগরিক, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দিচ্ছে তারা। দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সংশোধিত ট্রাভেল এগ্রিমেন্ট ২০১৮ সই হওয়ার কথা রয়েছে। এ চুক্তির আওতায়ই ভিসা প্রক্রিয়া সহজ হয়েছে।
ঢাকায় ভারতীয় হাই কমিশন বলেছে, ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠকের ধারাবাহিকতায় রাজনাথ সিংয়ের এ সফর হচ্ছে। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরে ভারত ও বাংলাদেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা এবং সম্পর্ক আরো জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



 

Show all comments
  • Nannu chowhan ১৪ জুলাই, ২০১৮, ৮:৫৭ এএম says : 0
    Eai varotio shorashtro montri je naki dabi kore Bangladeshta tin vager eak vagoi tader,eai lok keno eto ghono ghono Bangladesh shofor kore tar oddeshshota ki?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ