Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউডে থেকে অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন নেভ ক্যাম্বেল

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

অভিনেত্রী নেভ ক্যাম্বেল হলিউডের অভিনয় পেশা থেকে দীর্ঘ সময় তার দূরে থাকার সিদ্ধান্ত সম্পর্কে মুখ খুলেছেন। তিনি জানান, তার ক্যারিয়ারের সুবিধাজনক অবস্থানে থাকা অবস্থায় তিনি হলিউড থেকে কিছুটা সময় আলাদা থাকতে চেয়েছিলেন । ৪৪ বছর বয়সী অভিনেত্রীটি জানান পরপর একই ধারার হরর ফিল্মের ভূমিকায় করার প্রস্তাব তাকে সরবার সিদ্ধান্তকে উৎসাহিত করেছিলে। রিয়েলিটি টেলিভিশন উপস্থাপক স্টিফেন কোলবার্ট নেভকে বলেন, “২০ বছর আগে পৃথিবী আপনার নিয়ন্ত্রণে ছিল, তখন আপনি লন্ডন চলে যান । আপনি আমাদের পছন্দ করেন না কেন, নেভ ক্যাম্বেল?” নেভ বলেন, “আমার একটু অবকাশ প্রয়োজন ছিল। অবকাশটি ছিল দীর্ঘ, তবে উপভোগ্য। আমার বয়স যখন বিশের কোঠায় । খুব দ্রæত বেশী সাফল্য পেয়েছিলাম। কিছুটা মাথা ঘুরে যাবার মত অবস্থা। অবশ্যই অতুলনীয়, আমি সেজন্য কৃতজ্ঞ, কিন্তু একটি সীমায় পৌঁছে যায় । এ সময় যেসব অফার আসছিল আমি সেগুলো চাইছিলাম না। বারবার হরর ফিল্মের অফার বা বাজে রোমান্টিক কমেডির, কারণ আমার পরিচিতিই ছিল সেই রকম। সেসব চিত্রনাট্য আমাকে আকর্ষণ করছিল না। পরিবর্তন প্রত্যাশা করছিলাম ।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ