রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের দুর্নীতি, অসদাচরন, অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে এলাকাবাসী। বুধবার সকালে বাইশারী বাজার থেকে শুরু করে মিছিলটি বাইশারী স্কুল হয়ে পুনরায় বাজারে সমাবেশ করে। এসময় বক্তৃতা দেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সামসুল হক সেলিম সরদার, সম্পাদক লুৎফর রহমান পারভেজ, প্যানেল চেয়ারম্যান ইউপির সদস্য মো. ফরিদ হোসেন, ইউপির সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্যা নাজনীন জাহান কলি, উপজেলা যুবলীগের সম্পাদক মাইনুল ইসলাম রহমান, জিয়াউদ্দিন জুয়েল, খলিলুর রহমান বালী, আরিফুল ইসলাম রনি প্রমুখ। এরপর চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের একটি কুশপুত্তলিকা দাহ করা হয়। উলেখ্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছা চারিতার প্রতিবাদ জানিয়ে মানবন্ধন করা হয়েছে এবং পরিষদের ১১ জন সদস্য রেজুলেশন করে অনাস্থা প্রস্তাব দিয়ে ইউএনও বরাবরে দাখিল করেছেন। চেয়ারম্যান মাইনুল হাসান তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা বানোয়াট দাবী করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।