Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের বেগুনটালে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

অস্ত্র গুলি ও মাদকদ্রব্য উদ্ধার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১০:৪৬ এএম

টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলের বেগুনটালে র‌্যাবের গুলিতে একজন নিহত হয়েছে। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম- মো. আফজাল মিয়া (৩৫)।
শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটালে মাদক বিরোধী অভিযানে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আফজাল হোসেন বন্দুক যুদ্ধে আহত হয়। এসময় দুই র‌্যাব সদস্য আহত হয়। আহত মাদক ব্যবসায়ীকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে র‌্যাব ২০০ বোতল ফেনসিডিল, ১০৪২ পিস ইয়াবা, একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ