Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাগে সমকামীদের র‌্যালির প্রচেষ্টা ব্যর্থ ৪ জনকে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার র‌্যালি শেষে ‘রূপবান’ নামের একটি ব্যানারে সমকামীরা র‌্যালি বের করার চেষ্টাকালে ৪ জনকে আটক করেছে পুলিশ। এরা হলো, তাপস রায় (২০), রিফাত বিন জুনায়েদ (২১), মেহেদী হাসান (১৯) ও রাফা রহমান (৩০)। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আটকৃতসহ ৩৫/৪০ জন প্রত্যেকে হাতে ছাতা এবং রেইনবো লেখা একটি ব্যানার নিয়ে চারুকলার সামনে অবস্থান নিয়েছিল। আগের দিন ফেইসবুকে এই সমকামীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবে বলে প্রচার চালিয়েছিল। মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার সময় তারা অংশ নিতে গেলে পুলিশ তাদের হটিয়ে দেয়। পরে মঙ্গল শোভাযাত্রা শেষে এককভাবে র‌্যালি বের করার চেষ্টা করে। ওসি বলেন, তারা র‌্যালির অনুমতি নেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহবাগে সমকামীদের র‌্যালির প্রচেষ্টা ব্যর্থ ৪ জনকে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ