মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক থাকার অভিযোগকারী সেই পর্নোজীবী স্টর্মি ডানিয়েলসকে গ্রেফতার করা হয়েছে। তার আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি এ কথা জানিয়েছেন। স্টর্মি ডানিয়েলসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওহাইও রাজ্যের একটি স্ট্রিপ ক্লাবে পারফরমেন্স করেন। এ সময় স্টেজেই তার শরীর স্পর্শ করার সুযোগ দেন আয়োজকদের। যা ওই রাজ্যের আইন বিরোধী। উল্লেখ্য, স্টর্মি ডানিয়েলসের প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে টুইট করেছেন তার আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি। তিনি বলেছেন, আমরা এসব ভুয়া অভিযোগের বিরুদ্ধে লড়াই করবো। এর আগে বিস্ফোরক এক মন্তব্য করেন স্টর্মি ডানিয়েলস।
দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।