Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচ্ছিন্নতার দায় পরিবারের : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 মেক্সিকো সীমান্ত থেকে অনুপ্রবেশকারী অভিবাসীদের কাছ থেকে তাদের শিশুদের বিচ্ছিন্ন করা নিয়ে ফের তীর্যক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের ভয়ঙ্কর অভিবাসন আইন ঠিক করার জন্য কংগ্রেসে ডেমোক্র্যাটরা এখন আর কোনও বাধা নয়। আমি ইউরোপ থেকে দেখছি, কী হতে যাচ্ছে! এর সমাধান খুবই সহজ। বিচারকরা এই ব্যবস্থা পরিচালনা করবেন। অবৈধ ও পাচারকারীরা জানে, কিভাবে এটি কাজ করে। তারা শুধু শিশুদের ব্যবহার করছে।’ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলন থেকে টুইটারে এই পোস্ট দেন ট্রাম্প। এদিনের সম্মেলনে জার্মানিসহ জার্মানিসহ যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদেরও একহাত নেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টজেন নিয়েলসেন অবশ্য জানিয়েছেন, তার দফতর একটি কার্যলয় খুলেছে যেটি মধ্য আমেরিকা ও মেক্সিকো সরকারকে পরিবারগুলোর পুনঃএকত্রীকরণের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করবে। পরিবার-বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনঃএকত্রীকরণের ব্যাপারে গত মঙ্গলবার গুয়াতেমালায় মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভেদরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে মেক্সিকো সীমান্ত থেকে অনুপ্রবেশকারী অভিবাসীদের কাছ থেকে বিচ্ছিন্ন করা শিশুদের বৃহস্পতিবার ফিরিয়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, শিশুরা এদিন মা-বাবার কাছে ফিরতে পারবে। জিরো টলারেন্স নীতির আওতায় মেক্সিকোর অবৈধ অভিবাসন-প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে ট্রাম্প প্রশাসন। আগে মেক্সিকো থেকে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রথমবার প্রবেশকারীদের মধ্যে যারা অপরাধমূলক কর্মকাÐ সংঘটনে আসছে বলে আলামত পাওয়া যেত, তাদেরই কেবল আটক করা হতো। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ