Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ খালে

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

নেছারাবাদ উপজেলার গনকপাড়া বাজার সংলগ্ন বড় লোহার ব্রীজটি বালুবাহি বাল্কহেডের ধাক্কায় গত বুধবার সন্ধ্যায় ভেঙে পড়েছে। ব্রীজটির একপ্রান্তে গনকপাড়া বাজার, ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয় এবং অপরপ্রান্তে গনকপাড়া ইউনিয়ন পরিষদ,বেলে ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন এ ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। গুরুত্বপুর্ন এ ব্রীজটি ভেঙে পড়ায় ছাত্র ছাত্রীসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। জানাগেছে ওইদিন বিকেলে বালুভর্তি বাল্কহেডটি চিলতলা এলাকায় একটি রাস্তায় বালু দিতে যাওয়ার সময় ওই ব্রীজের খুঁটিতে সজোরে ধাক্কা দিলে ব্রীজের মাঝখানের একাংশ ভেঙে খালে পড়ে যায়। উল্লেখ্য, তিন বছর পূর্বে অপর একটি বাল্কহেডের ধাক্কায় একই এলাকায় দৈহারী ব্রীজটিও নদীতে ভেঙে পড়েছিল। আজও দৈহারী ব্রীজটি নির্মিত না হওয়া এলাকাবাসি চরম দুর্ভোগ পোহাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ