Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যারাথন ম্যাচ জিতে সেমিতে নাদাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

চার ঘণ্টা ৪৮ মিনিটের ম্যারাথন ম্যাচ। ফিটনেসের চরম পরীক্ষা দিয়ে শেষ হাসিটা হেসেছেন রাফায়েল নাদাল। আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রকে হারিয়ে ৭ বছর পর উইম্বলডনের সেমিফাইনালে নাম লিখিয়েছেন স্প্যানিশ তারকা।

বৃহস্পতিবার আসরের দুই বারের চ্যাম্পিয়ন ম্যাচ জিতে নেন ৭-৫, ৬-৭, (৭-৯), ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে। এর কিছু সময় আগে চার ঘণ্টা ১৩ মিনিটের আরেক ম্যারাথন ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার।

শেষ চারে ১৭ গ্র্যান্ড ¯ø্যামজয়ী নাদালের প্রতিপক্ষ ১২ গ্র্যান্ড ¯ø্যামজয়ী নোভাক জকোভিচ। একই রাতের আরেক ম্যাচে জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে ৩ বছর পর আসরের শেষ চারে নাম লেখান সার্বিয়ান তারকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যারাথন ম্যাচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ