Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জন্ডিসের প্রকোপ রোধে সরকার ব্যর্থ : নোমান

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০০ এএম


 নগরীর হালিশহরে জন্ডিসের প্রকোপ রোধে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, এলাকাবাসীকে রক্ষায় জরুরী ভিত্তিতে সেখানে আরও বেশি মেডিকেল ক্যাম্প স্থাপন করুন। বৃহত্তর হালিশহর এলাকার ওয়াসার পানির নমুনা একাধিক প্রতিষ্ঠানে পরীক্ষা করে ওয়াসার পানি জীবাণুমুক্ত কিনা তা নিশ্চিত হতে হবে। সিটি কর্পোরেশনের পরীক্ষায় কোন জীবাণু পাওয়া না গেলেও ঢাকায় উন্নতমানের আরো কয়েকটি ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে ওয়াসার পানি জীবাণুমুক্ত কিনা।
হালিশহর বি বøকে গতকাল (মঙ্গলবার) ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং ড্যাবের সার্বিক সহযোগিতায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পে জন্ডিস রোগীদের রক্ত পরীক্ষা ও আক্রান্তদের ঔষধ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান একথা বলেন। তিনি বলেন, জন্ডিস একটি মহামারী রোগ। পানি দূষণের কারণেই এ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তিনি বৃহত্তর হালিশহর এলাকায় একাধিক মেডিকেল টিম প্রেরণ করার জন্য সরকারের প্রতি আহŸান জানান। এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটি, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আক্রান্তদের সহযোগিতা ও এলাকাবাসীদের সচেতন করার কাজে অংশগ্রহণ করার আহবান জানান।
আবদুল্লাহ আল নোমান বলেন, সকলের সম্মিলিত প্রেেচষ্টায় মহামারী জন্ডিসের কবল থেকে এলাকাবাসীকে রক্ষা করতে হবে। তিনি, বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদেরকে জন্ডিস থেকে রক্ষা এবং বাড়ির পানির ট্যাঙ্ক পরিস্কার করার জন্য সচেতনতামূলক প্রচারনা চালানোর আহবান জানান। দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে প্রায় একহাজার মানুষের রক্ত পরীক্ষা করা হয় এবং আক্রান্তদের মধ্যে ঔষধ সরবরাহ করা হয়।
উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোশারফ হোসেন ডিপটি, জাহাংগীর আলম, বাবুল হক সওদাগর, জসিম উদ্দিন জিয়া, জেলী চৌধুরী, মাইনুদ্দিন মেহেদী, কাউন্সিলর জেসমিন খানম, মহসীন আলী চৌধুরী শাহিন, আহমদ কবির, খাজা আলাউদ্দিন, এসএম ফরিদ, শরিফুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ