Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবি ভিসির পদত্যাগ দাবি করেছেন আইনজীবী সমিতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ৪:৫৪ পিএম | আপডেট : ৯:২২ পিএম, ১০ জুলাই, ২০১৮
কোটা আন্দোলনকারীদের নিয়ে বিরূপ মন্তব্য ঢাবি ভিসির পদত্যাগ দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ সফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সমিতির সভাপতি জয়নুল আবেদীন এই দাবি করেন।
 
আন্দোলনকারীরা জঙ্গি বা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত কিনা তা তদন্ত করে খোঁজে বের করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করার দাবি জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদীন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রভাবিত করে জঙ্গিদের সাথে যোগাযোগের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মনে করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
 
তাই আন্দোলনকারীরা জঙ্গি বা কোনো রাজনীতির সাথে জড়িত কিনা অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আন্দোলনকারীদের জঙ্গি বলা সঠিক কিনা তদন্ত কমিটি তাও খোঁজে বের করবেন।
 
কোটা আন্দোলনকারীরা জঙ্গি তো নয়ই, বরং তারা কোনো রাজনীতির সাথেও জড়িত না বলে দাবি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। অ্যাডভোকেট জয়নুল আবদীন বলেন, ছাত্রদের যৌক্তিক এই দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। তাই সুপ্রিম কোর্টের একজন বিচারপতিসহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।


 

Show all comments
  • Nannu chowhan ১০ জুলাই, ২০১৮, ৬:১৪ পিএম says : 0
    The demand of the lawyer associations it’s demand also majority educated people.He isn’t fit for like this responsabile & respective position....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদত্যাগ দাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ