বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত গাড়ি চালক এমরান মিয়াকে জেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের আট দিন পর গতকার দুপুরে এমরান মিয়াকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত ১ জুলাই রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ^রোড এলাকা থেকে গাড়ি চালক এমরান হোসেনকে অপহরণ করে নিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এমরান মিয়া ল²ীপুর জেলার কমলনগড় থানার চরজাঙ্গালিয়া এলাকার আব্দুল আজাদের ছেলে। তিনি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অবস্থিত আরএফএল কোম্পানিতে গাড়ি চালক হিসেবে চাকুরি করে আসছিলেন।
পুলিশ জানায়, গত ১ জুলাই দুপুরে কর্মস্থলে আসার পথে তারাব পৌরসভার বিশ^রোড এলাকায় একটি মাইক্রোবাস যোগে একদল অপহরণকারী এমরান মিয়াকে অপহরণ করে নিয়ে যায়। এরপর এমরানের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ২০ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়। বিষয়টি রূপগঞ্জ থানাকে অবহিত করা হলে গতকাল দুপুরে এসআই জুবায়ের মৃধার নেতৃত্বে একদল পুলিশ জেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে এমরান মিয়াকে উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।