বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীতে পৃথক ঘটনায় এক শিশুসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতেরা হলেনÑ খিলগাঁওয়ে কীটনাশক (তেলাপোকা মারার ওষুধ) খেয়ে ফারিয়া আক্তার (৩)। এছাড়া ট্রেনে কাটা পড়ে খিলগাঁওয়ে অজ্ঞাত এক নারী (৩০) ও খিলক্ষেতে অজ্ঞাত কিশোর (১৪)। গতকাল ও গত রোববার রাতে ঘটনা তিনটি ঘটে। মৃতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। শিশু ফারিয়ার বাবা সেকেন্দার আলী জানান, খিলগাঁওয়ের গোড়ান এলাকায় পরিবারসহ থাকেন তিনি। সকালের দিকে আচার ভেবে তেলাপোকা মারার ওষুধ (কীটনাশক) খেয়ে ফেলে ফারিয়া। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতিতে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন। ঢাকার কমলাপুর (জিআরপি) থানার ওসি ইয়াসিন ফারুক জানান, সকালের দিকে খিলক্ষেতের খাঁপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পরে ওই কিশোর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই কিশোরের পরনে জিন্সের থ্রি কোয়ার্টার প্যান্ট ও গেঞ্জি পরিহিত ছিল। তিনি আরও জানান, গত রোববার রাতে খিলগাঁও পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের রেললাইনে ঢাকাগামী একটি ট্রেনের পাশে ছিটকে পড়ে অজ্ঞাত ওই নারী গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।